ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়ো হাওয়ায় খুঁটি ভেঙে ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে বরিশালের রূপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফলে সকাল ১১টা থেকে নলছিটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নলছিটি উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ সন্যামত জানান, বরিশালের রূপাতলী থেকে নলছিটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহের সংযোগ স্থাপন করা আছে। ঝড়ো হাওয়ায় একটি খুঁটি ভেঙে যায়। এতে নলছিটির সঙ্গে সংযোগ দেওয়া তার ছিড়ে পড়ে। ফলে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই খুুঁটি স্থাপনের কাজ চলছে। নলছিটিতে কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে সঠিকভাবে জানানো যাচ্ছে না বলেও জানান বিদ্যুতের এই কর্মকর্তা।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার বাসিন্দারা। বিশেষ করে সুগন্ধা নদী তীরে বাসবাসকারীদের রাতের অন্ধকারে আতঙ্কে থাকতে হবে। নদীর পানি বেড়ে গেলে পরিবার পরিজন নিয়ে দুরবস্থায় পড়তে হবে তাদের।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০