ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন
হত্যার পর জানাজায় অংশ নেয় আসামিরা

প্রতিবেদক
নিউজ ভিশন
৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের মিঠাপুকুরে মিয়াজল আলী (৩৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধারের ১২ দিন পর হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। ভ্যান ছিনিয়ে নিতেই তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় মনিরুজ্জামান ও মেহেদি হাসান নামের দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাফলার, অটোভ্যান ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আখতারুজ্জামান। এর আগে ২১ জানুয়ারি সকালে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলার হাটের পাশের একটি আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিয়াজলের মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান ওরফে মনির (১৭) ও তার বন্ধু একই উপজেলার সরকারপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মেহেদি হাসান ওরফে সানি (১৬)।

গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আখতারুজ্জামান জানান, দুজনে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা খুব ভালো বন্ধু এবং একই সঙ্গে চলাফেরা করে। তাদের কাছে কোনো টাকা না থাকায় সমস্যার কথা প্রতিবেশী পলাতক আসামি বুলবুল আহমেদকে (২৬) জানায়। তখন বুলবুল তাদেরকে যাত্রীবেশে একটি ভ্যান ভাড়া করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে চালকের কাছ থেকে জোরপূর্বক ভ্যান কেড়ে নেওয়ার কথা বলে।

পরিকল্পনামতে ছিনতাইকৃত ভ্যান বুলবুল বিক্রি করবে এবং বিনিময়ে তাদের দুই বন্ধুর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেবে।

পরিকল্পনা অনুযায়ী বুলবুল, মেহেদি ও মনির গত ২০ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে মোসলেম বাজারে আসে। কিন্তু সব ভ্যানচালক তাদের পরিচিত হওয়ায় তাদের উদ্দেশ্য সফল হচ্ছিল না। তবু তারা তাদের শিকারের সন্ধানে অপেক্ষা করতে থাকে।

রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিয়াজল ভ্যান নিয়ে মোসলেমবাজারে এলে মেহেদি, বুলবুল এবং মনির যাত্রীবেশে উক্ত ভ্যানে ওঠে পড়ে এবং পাগলার হাটের দিকে আসতে থাকে। এরপর পাগলার হাট আসার আগেই ভরসা কম্পানিসংলগ্ন আমবাগানের পাশে নির্জন জায়গায় এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বুলবুল তার মাফলার ভিকটিম মিয়াজলের গলায় পেঁচিয়ে ধরে এবং মিয়াজলসহ ভ্যানটি নিয়ে মূল রাস্তা থেকে ৩০০ মিটার দূরে আমবাগানে নিয়ে যায়। এরপর গলায় মাফলার পেঁচিয়ে তিনজন মিলে মিয়াজলকে হত্যা করে। পরে তারা মিয়াজলের হাত-পা ভ্যানে থাকা দড়ি দিয়ে বেঁধে আমগাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তারা ভ্যানটি নিয়ে রাতেই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকায় চলে যায়। পরের দিন ২১ জানুয়ারি ভ্যানটি বিক্রি করে নিজ বাড়িতে ফেরে এসে মিয়াজলের জানাজায় অংশ নেয়। একই সঙ্গে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে থাকে তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী মধ্যপাড়া গ্রামের নমির উদ্দিনের ছেলে মিয়াজল আলী। রাতেও বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। এরই মধ্য খবর পায় চেংমারী মধ্যপাড়া গ্রামের একটি আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। দ্রুত সেখানে গিয়ে মরদেহটি মিয়াজলের বলে শনাক্ত করে স্বজনরা। হত্যাকারীরা এ সময় তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি এবং মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোমানা খাতুন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে গতকাল বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর গ্রাম থেকে মনিরুজ্জামান ওরফে মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ভিকটিম মিয়াজলের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারসহ তার দেখানো মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাফলার উদ্ধার করা হয়।

মনিরকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামি মেহেদি হাসান ওরফে সানিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের একটি গ্যারেজ থেকে মিয়াজলের চালিত ভ্যানটি উদ্ধার করা হয়।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

73 Views

আরও পড়ুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত