রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। বাকি সবাই সংগ্রহ করেছেন কাউন্সিলর পদে।
৭ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত এই ১৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর।
বৃহস্পতিবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এম এ মজিদ। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৩ জন ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০