ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
৪ নভেম্বর ২০২১, ৩:০২ অপরাহ্ণ

Link Copied!

রংপুর বিভাগে করোনায় থেমে থেমে বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। টানা চার দিন মৃত্যুহীন থাকার পর ২৪ ঘণ্টায় বিভাগের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সবশেষ ৩০ অক্টোবর বিভাগে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাট, ঠাকুরগাঁওয়, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার ২ করেসহ গাইবান্ধার ১ জন রয়েছেন। এ সময়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার দুজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে ২৮ জন সুস্থ হয়েছেন।

এর আগের দিন বুধবার (৩ নভেম্বর) মৃত্যুহীন দিনে বিভাগে ১৩ জনের করোনা শনাক্ত হয়। সেদিন বিভাগে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮১ শতাংশ। করোনা থেকে সুস্থ হন ১৬ জন। আর মঙ্গলবার বিভাগে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১২ জন। সেদিন সুস্থতার ছাড়পত্র পান ১৪ জন। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২৭ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছে গাইবান্ধায়। এছাড়া ঠাকুরগাঁওয়ে ২৫৪ জন, নীলফামারীতে ৮৯ জন, পঞ্চগড়ে ৮০ জন, কুড়িগ্রামে ৬৯ জন ও লালমনিরহাটে ৬৮ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৯৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসছে। তবে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে তা উদ্বেগজনক। করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রাফিউল ইসলাম রাব্বি /এনভি

আরও পড়ুন

সাগর পথে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা,চার মানবপাচারকারী আটক:উদ্ধার-০৮

গৌরবের ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত