ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

রংপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
৪ নভেম্বর ২০২১, ৩:০২ অপরাহ্ণ

Link Copied!

রংপুর বিভাগে করোনায় থেমে থেমে বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। টানা চার দিন মৃত্যুহীন থাকার পর ২৪ ঘণ্টায় বিভাগের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সবশেষ ৩০ অক্টোবর বিভাগে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাট, ঠাকুরগাঁওয়, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার ২ করেসহ গাইবান্ধার ১ জন রয়েছেন। এ সময়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার দুজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে ২৮ জন সুস্থ হয়েছেন।

এর আগের দিন বুধবার (৩ নভেম্বর) মৃত্যুহীন দিনে বিভাগে ১৩ জনের করোনা শনাক্ত হয়। সেদিন বিভাগে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮১ শতাংশ। করোনা থেকে সুস্থ হন ১৬ জন। আর মঙ্গলবার বিভাগে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১২ জন। সেদিন সুস্থতার ছাড়পত্র পান ১৪ জন। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২৭ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছে গাইবান্ধায়। এছাড়া ঠাকুরগাঁওয়ে ২৫৪ জন, নীলফামারীতে ৮৯ জন, পঞ্চগড়ে ৮০ জন, কুড়িগ্রামে ৬৯ জন ও লালমনিরহাটে ৬৮ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৯৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসছে। তবে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে তা উদ্বেগজনক। করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রাফিউল ইসলাম রাব্বি /এনভি

88 Views

আরও পড়ুন

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন খুনঃ আটক ৪

জামায়াত বৈষম্যমুক্ত ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

“মন করিডোরে আলোর মিছিল ” মানুষের হৃদয়ের কথা বলে – মো. ইলিয়াস