ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

রংপুরে সিএমএম আদালতের কার্যক্রম শুরু

প্রতিবেদক
নিউজ ভিশন
১৫ জুলাই ২০২১, ৯:২১ অপরাহ্ণ

Link Copied!

রংপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) যাত্রা শুরু করে। দীর্ঘ দুই বছর ১০ মাস পর সিএমএম আদালতের কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দাফতরিক ও বিচারিক কার্যক্রম শুরু করেন বিচারক আ হ আহসানুর হক। তিনজন বিচারক ও দশজন কর্মচারির সমন্বয়ে এই আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এই আদালতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে। থানা ছয়টি হলো কোতোয়ালি, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ, পরশুরাম ও হাজিরহাট থানা। মেট্রোপলিটন পুলিশের আওতায় ২৪০ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে ছয়টি থানা ছাড়াও দুটি পুলিশ ফাঁড়ি (ধাপ ও নবাবগঞ্জ) রয়েছে।

রংপুর চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা ও সিএমএম আদালতের (অতিরিক্ত) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ হ আহসানুর হককে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বিচারিক কার্যক্রম শুরু করায় বিভিন্ন কর্মকর্তারা আহসানুর হককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-মেহবুব ও চিফ জুডিশিয়াল আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন।

বহুল কাঙ্ক্ষিত সিএমএম আদালতের বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় মামলার জট কমবে বলে আশা ব্যক্ত করেন রংপুর আইনজীবী সমিতির নেতারা। সংগঠনটির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক জানান, বিচারিক কার্যক্রম শুরু হওয়াতে মানুষের ভোগান্তি কমবে।

এদিকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী জানান, রংপুরে সিএমএম আদালতের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে করার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে এটা করা সম্ভব হয়নি।

রাফিউল ইসলাম রাব্বি/নিউজ ভিশন

96 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত