রংপুর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
রংপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষায় রংপুর জেলায় ৫২ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন।
শনিবার পরীক্ষা চলাকালে রংপুর বর্ডারগার্ড কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করাসহ ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১’শ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া রংপুর সিটি সরকারী কলেজ কেন্দ্রে একই অভিযোগে ১ জনকে বহিস্কারসহ ২ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও একদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল কবির। তবে তিনি তাৎক্ষনিক বহিস্কৃত ও সাজাপ্রাপ্ত পরীক্ষার্থীদের নাম পরিচয় দিতে পারেননি।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি