ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ মার্চ ২০২১, ৭:১৯ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নূর আলমকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাচা মিজানুর রহমানের মৃত্যু হয়।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় মিজানুর রহমানের ওপর হামলা করা হয়।ভাইয়ের মেয়েকে (ভাতিজি) উত্ত্যক্তের প্রতিবাদ করায় নূর আলম সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান।

ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম। তিনি জানান, ভাতিজিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মিজানুর হামলার শিকার হন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুনের ভাইয়ের মেয়ে স্থানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করতেন একই এলাকার ভোলা মিয়ার ছেলে নূর আলম। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে নূরকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন মিজানুর।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন নূর আলম। এরই জেরে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিজানুরকে সাহেববাজার এলাকায় আটক করেন নূর ও তার সহযোগীরা। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যান নূর।

পরে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বখাটে নূর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস