রংপুর ব্যুরো:
রংপুর মহানগরীর হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান আরিফ নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনা নিহতের স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত আরিফ বাংলাদেশ পুলিশের রংপুরস্থ সদর থানায় সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের কাছে যেতে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন এএসআই আরিফুজ্জামান। এ সময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি। ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করলে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ও তার ছেলে গাড়ির নিচে পড়েন। সড়কের ওপর ছিটকে পড়েন তার স্ত্রী।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তান বর্তমানে রমেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল ইসলাম বলেন, রুপা এন্টারপ্রাইজ নামের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০