ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে পল্লীবন্ধু ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালন

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ মার্চ ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

রংপুরে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে দলের নেতাকর্মীরা। রোববার (২০ মার্চ) বিকেলে রংপুর নগরীর দর্শনায় পল্লীনিবাসে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, নয় বছরের শাসনামলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সারা দেশে উন্নয়নের বীজ বপন করে গেছেন। ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের জন্য তিনি কাজ করেছেন। নিভৃত পল্লী থেকে শহরতলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি নাম ফলকের রাজনীতি করেননি। এ কারণে দেশের মানুষের হৃদয়ে তার স্থান হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

আলোচনা সভার আগে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক মণ্ডল, সদস্য সচিব মাহাবুবার রহমান, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা সভাপতি আরিফ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জাতীয় তরুণ পার্টি রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমান প্রমুখ।

এ ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

176 Views

আরও পড়ুন

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত দুইজনের পরিবারের পাশে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুরীতে ২৫ নারী উদ্যোক্তাদের গবাদি পশু ও তাঁত শিল্প সামগ্রী বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

আজ বিশ্ব লিভার দিবস: জেনে নিন লিভার সম্পর্কে

নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

মহেশখালী নৌঘাটে সী ট্রাক চালু ও পল্টুন স্হাপনকে স্বাগতম- ড. হামিদুর রহমান আযাদ

গরমে যেসব অসুখ বেশি হতে পারে

জামালপুরে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক