রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে চার সহস্রাধিক নলকূপ গত ১ মাস থেকে বন্ধ হয়ে গেছে। পানির স্তর নীচে নেমে যাওয়ায় ওই সব নলকূপ দিয়ে পানি উঠানো যাচ্ছে না। ইতোমধ্যে ১১ টি নলকূপের হেড চুরি হয়ে গেছে। পানি সংকটের পাশাপাশি হাঁড়ি ভাঙ্গা আমের ক্ষতি হচ্ছে। কারন গুটিগুলো ঝরে পড়ছে। এতে অত্র এলাকার আম চাষি ও আম ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি সাধন হওয়ার লোকসানের মুখে। এই আবহাওয়া থাকলে ঐতিহ্যবাহী খোড়াগাছের আম বাগানে আম শূন্য হয়ে যাবে।
ইউপি সদস্য নুরন্নবী মন্ডল জানান, রংগাতিপাড়া,জারুল্যাপুর,ধরের পাড়, মাঠের হাট,মৌলোভীগঞ্জ সহ ৮ থেকে ১০ টি গ্রামের চার হাজারের বেশি নলকূপ অচল হয়ে পড়েছে। পানি উঠছে না।
ইউপি সদস্য মমদেল জানান, তার ওয়ার্ডেও নলকূপ থেকে পানি বের হচ্ছে না। খাবার ও ব্যবহারের পানি সংগ্রহ করার জন্য স্থানীয় মসজিদের তারা পাম্পে গিয়ে লাইন ধরে পানি সংগ্রহ করছে। পানি সংকটের পাশাপাশি হাঁড়ি ভাঙ্গা আমের গুটি ঝরে পড়ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০