ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শিশুর মৃত্যু

প্রতিবেদক
রংপুর ব্যুরো
১২ মে ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

রংপুরের কাউনিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত শিশু আঞ্জুয়ারা (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহম্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। উপজেলার টেপামধুপুর ইউনিয়নে বিশ্বনাথ গ্রামে গত সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিশু আঞ্জুয়ারা ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে এবং টেপামধুপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

এঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সেদিনের সংঘর্ষে গুরুতর আহতবস্থায় শিশু আঞ্জুয়ারা ও আমেনা বেগম (৫০) কে রমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। আর আব্দুল হামিজ (৫৫), তার ছেলে আমজাদ হোসেন (৩৩), সিনবাদ (২৬) ও আফজাল হোসেন (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে থানায় মামলা হলে বিশ্বনাথ গ্রামের ইব্রা মিয়া, খলিল মিয়া, মজনু মিয়া ও মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিশ্বনাথের আব্দুল হামিজের বসতভিটার কিছু অংশ প্রতিবেশী আব্দুল হাকিম নিজের দাবি করে এক মাস আগে সীমানা নির্ধারণ করেন। সেই সঙ্গে জমিতে থাকা গাছ কেটে ফেলেন। এই সীমানা নিয়ে সন্দেহ হলে হামিজ ও তার স্বজনেরা ঘটনার দিন বিকেলে পুনরায় সীমানা নির্ধারণ করতে যান। এতে হাকিমের পক্ষ বাধাঁ দেয়। এ সময় উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হামিজসহ ছয়জন এবং হাকিমের পক্ষের তিনজন আহত হন। পরে হামিজসহ ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু আঞ্জুয়ারা ও আমেনাকে রমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় হামিজের চাচাতো ভাই আব্দুল সোলেমান বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার মামলা দায়ের হলে চারজনকে গ্রেপ্তার করা হয়। আহত শিশু আঞ্জুয়ারা বৃহস্পতিবার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রমেক হাসপাতালে মারা গেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাফিউল ইসলাম রাব্বি /এনভি

আরও পড়ুন

উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস