রংপুরের পীরগাছা উপজেলার দুটি ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী মেসার্স তারা ব্রিকস ও জান্নবী ব্রিকসের মালিককে প্রত্যেককে তিন লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগাছার সদস্যরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০