রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় যুমনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মিলনপুর ও বড়বালা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, বিভিন্ন সময়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা হয়ে আসছে। তারপরও অনেকেই প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে। বিশেষ করে উপজেলার সীমানা ঘেঁষে বয়ে চলা যুমনেশ্বরী নদী থেকে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করে আসছিল।
মাহমুদ হাসান আরও বলেন, অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত রাজু মিয়া ও মোকছেদুল মোমিনকে ৫০ হাজার করে মোট ১ লাখ জরিমানা করা হয়। তারা দুজন বালু ব্যবসায়ী।
আগামীতে এ ধরনের অভিযানসহ জনস্বার্থে যে কোনো অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০