রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের দুই দিন পর মোসলেমা খাতুন (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোসলেমা খাতুন ওই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে মোসলেমা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন মোসলেমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠপুকুর থানা পুলিশকে অবগত করেন।
শনিবার বিকালে মোসলেমার বাড়ির পাশের একটি ভূট্টা ক্ষেত থেকে হঠাৎ পঁচা গন্ধ ভেসে আসে। গন্ধের সূত্র ধরে ভূট্টা ক্ষেতের মাঝ খানে গিয়ে স্থানীয়রা মোসলেমার অর্ধগলিত মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোসলেমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সময় উপস্থিত মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার কোন এক সময় মোসলেমাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মোসলেমা নিহতের রহস্য উদঘাটের চেষ্টা চলছে।
রাফিউর ইসলাম রাব্বি / নিউজ ভিশন
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০