রুবেল হোসাইন, মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে পথশিশুদের নানাবিধ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে, বিভিন্ন গ্রামে কিশোর কিশোরীদের সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে হবে,এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
ভুক্তভোগীরা অনেকে দাবি করেন,উপজেলার ০৩নং পায়রাবন্দ ইউনিয়নে পায়রাবন্দ জন কল্যান উন্নয়ন সংস্থা নামে একটি সংস্হার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর চৌধুরী,সুন্দরী রমনীদের নিয়োগ দিয়ে কিশোর কিশোরীদের কাছ থেকে,পায়রাবন্দ জন কল্যান উন্নয়ন সংস্থার, কর্মীদের মাধ্যমে ৭০০/টাকা দিলে সোনালি ব্যাংকে একটি একাউন্ট খোলা হবে,সেই সঙ্গে শিশুকিশোরেরা প্রতিমাসে ভাতা,পড়াশোনার খরচ,চিকিৎসা,বাসস্হান পাবেন বলে সূকৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন।প্রতিটা গ্রামে অন্তত শতাধিক তরুন,তরুণীদের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারকচক্রটি।
উক্ত প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দানকারী হায়দার আলীর সঙ্গে কথা হলে, তিনি বলেন,পথশিশু বলতে সবাই,তাই প্রত্যেকের ভাতার ব্যবস্হা করছি।মূল্যত একাউন্ট খুলতে দশটাকা লাগে,যেহুতু আমরা পরিশ্রম করছি,সেহেতু আমরা ৫০০/১০০০ নিচ্ছি।
এ বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক,জাহাঙ্গীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা বলেন,আমি নতুন এসেছি,এসব বিষয়ে আমার জানা নেই।দ্রুত খোঁজ খবর নেওয়া হবে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি