রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও সিমেন্ট বোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন আলী।
নিহতরা হলেন- বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামের সুধীর চন্দ্র (৪৫) ও তার বাবা লাল চাঁদ (৭০)।
এর আগে, বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সুধীর চন্দ্র ও তার বাবা লাল চাঁদ গরু কিনে অন্য ব্যবসায়ীদের সঙ্গে ট্রাক যোগে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি মিঠাপুকুর উপজেলা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চার গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে সুধীর ও তার বাবা লাল চাঁদের মৃত্যু হয়।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন আলী জানান, দুর্ঘটনায় আহত দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০