রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে ১৫ মার্চ থেকে। শুধু নিবন্ধিতরাই টিসিবির পণ্য কিনতে পারবেন। নতুন এবং পুরোনো মিলিয়ে এ উপজেলার ৪১ হাজার ৩৮১ পরিবার এই সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার দেশে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির আওতায় মিঠাপুকুরে ৪১ হাজার ৩৮১ পরিবার সরকার নির্ধারিত দরে টিসিবির পণ্য কিনতে পারবে। ৪১ হাজার ৩৮১ উপকারভোগীর মধ্যে পুরোনো উপকারভোগী আছেন ১০ হাজার ১৩৩ জন, যারা করোনার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মোবাইল হিসাবে ২৫০০ করে টাকা পেয়েছেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম জানান, কার্ডধারী প্রত্যেক উপকারভোগী নির্ধারিত সময়ে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়া ছোলা ও খেজুরও পাওয়া যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, উপকারভোগীদের জন্য কার্ড তৈরি করা হচ্ছে। আশা করছি ১৫ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে।
এদিকে ডিলারের সংখ্যা কম হওয়ায় টিসিবির পণ্য বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। মাত্র ৬ জন ডিলার ১৭ উপজেলায় পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০