মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের আবাসন গুচ্ছগ্রাম থেকে চোলাইমদ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ লিটার চোলাইমদ ও ৫০ লিটার মদ তৈরির ওয়াস সহ, মদ তৈরির সরঞ্জাম উব্ধার করা হয়।
মিঠাপুকুর থানার এসআই ও রানীপুকুর ইউনিয়নের বিট অফিসার ইমরান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মনু মিয়ার বাড়িতে অভিযান করলে চোলাইমদ তৈরির সময়,মনু মিয়া,জালাল,মাহবুলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে এসআই ইমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা নিয়মিত মাদক ব্যবসায়ী। এরা পরস্পরের যোগসাজশে চোলাইমদ তৈরী করে বিক্রি করতো। গ্রেপ্তারকৃতদেরে নামে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আগামিকাল কোর্টে প্রেরণ করা হবে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০