ছবি : নাহিয়ান কায়সার
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে গতকাল শুক্রবার নানা কর্মসূচি পালন করেছে তরুণ সমাজ। এ পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দুই শতাধিক স্বেচ্ছাসেবী মৌন মানববন্ধন, প্রতীকী অবরোধ করে।। বরিশালের ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অবরোধে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষার্থী, কিশোর-তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় সবাই হাতে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়।
পরে নগরীর টাউন হলের সামনে ৫ মিনিট প্রধান সড়ক অবরোধসহ অবস্থান ধর্মঘট পালন করে অংশগ্রহণকারীরা।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদীভাঙনের ফলে অসহায় হয়ে পড়েছে চরাঞ্চলের জনজীবন।
গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা। পরে শহীদ মিনারে মোবাইলের টর্স লাইটের মাধ্যমে ১.৫ বানিয়ে কর্মসূচি সমাপ্তি করা হয়। এই 1.5 বানানোর মূল উদ্দেশ্য, শিল্প বিপ্লবের সময় হতে শুরু করে 2100 সাল নাগাদ বৈশ্বিক গড় তাপমাত্রা 1,5 ডিগ্রির বেশি যেন বৃদ্ধি না পা