নুরুন্নবী নূরু, বদরগঞ্জ প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ১০নং মধুপুর ইউপির চেয়ারম্যান আয়নাল হকের বিরুদ্ধে বিধবাভাতা, বয়স্কভাতা ও প্রতিবন্ধীভাতায় টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের নির্বাচিত শত ভাগ বিধাবাভাতা ভোগিদের নিকট হতে জন প্রতি চার হাজার টাকা করে উৎকোচ নিয়ে ভাতা না করে দেয়ায় ও একই অর্থ বছরের সঠিক প্রতিবন্ধীদের প্রতিবন্ধী তালিকায় নাম অন্তরভুক্ত না করায় ভুক্তোভোগিরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগি দুলালী,মৌসুমী,রাশেদা জানান চেয়ারম্যান বিধাবাভাতা করে দেয়ার কথাবলে আমাদের কাছে চার হাজার টাকা করে নিলেও বিধবাভাতা করে দেয় নাই। উপরন্তু আট মাস থেকে তার পিছনে ঘোরাঘরি করেও কোন ফল হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা তদন্তে উপজেলা সমাজ সেবা অফিসার কে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারি চার ইউপি মেম্বার জানান, বিষয় গুলো তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উমর ফারুক জানান, লকডাউন শেষে তদন্ত করে বিষয়টি দেখা হবে। ইউপি চেয়ারম্যান আয়নাল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারও কাছে কোন টাকা গ্রহন করিনি ।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধিন রয়েছে তদন্ত শেষে প্রয়জনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
রাফিউল ইসলাম রাব্বি / নিউজ ভিশন
101 Views