রংপুরের পীরগঞ্জে গরু ব্যবসায়ীকে হত্যার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত হযরত আলী পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পীরগঞ্জের ঘনশ্যামপুরের তারা মিয়া, গোলাম রব্বানী, রাজ্জাক আলী, হযরত আলী, রোস্তম আলী, আলম ও আনারুল।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে কাবিলপুর ইউনিয়নের আজমপুর ফকিরের ঘাট এলাকায় হযরত আলীর মরদেহ পাওয়া যায়। গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ওই দিন বিকেলে নিহতের ছেলে নওশাদ মিয়া সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন।
তিনি জানান, মামলা হওয়ার পর ওই দিন বিকেলে আসামিদের কৌশলে থানায় ডেকে আনে পুলিশ। তারা থানায় আসলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।
ওসি আরও জানান, শনিবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০