ভাপা পিঠা খেতে চেয়েছিল ছোট্ট টিয়ামণি। সেজন্য খুব ভোরে ওঠা। রাস্তার ওপারে সেই পিঠার দোকান। কাকভোরে তাই নানিকে নিয়ে বের হয় পাঁচ বছরের শিশুটি। রাস্তা পার হয়ে ওপারের দোকান থেকে দুটো পিঠা কেনে দুরন্ত টিয়ামণি। তবে সেই পিঠা আর খাওয়া হলো না তার।
পিঠা কিনে রাস্তা পার হচ্ছিলেন সাবিনা বেগম ও টিয়ামণি। সে সময় একটি ঘাতক বাস তাদের পিষে দিয়ে যায়। মুহূর্তেই লাশ হয়ে ফিরতে হয় তাদের।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম ও তার নাতনি টিয়ামণি।
স্বজনরা জানান, পিঠা কিনে নানি ও নাতনি রাস্তা পার হতে যাচ্ছিলেন।
সে সময় ঢাকা থেকে আসা আল রিয়াদ পরিবহনের একটি বাস দ্রুত তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাবিনা ও টিয়ামণির মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার এসআই মাইদুল ইসলাম বাস দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০