রংপুর ব্যুরো:
আলুর ন্যায্য দাম না পাওয়ায় সড়কে আলু ফেলিয়ে বিক্ষোভ করেছে রংপুরের আলু চাষিরা। আলুর উৎপাদন বেশী হওয়ায় কোল্ড স্টোরেজে রাখা আলু নিয়েও বিপাকে পড়েন তাঁরা।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রংপুর মহানগরীর সাতমাথা মহাসড়কে প্রতিবাদ জানান চাষিরা। এসময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
চাষিদের অভিযোগ, সবকিছুর দাম বাড়ার কারণে এবার কেজিপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু মাঠ পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আট থেকে ৯ টাকা কেজি।
মাহিগঞ্জ এলাকার আলু চাষি জামাল উদ্দিন জানান, এবার আলু আবাদ করে কৃষক ধ্বংস হয়েছে। চাষিদের হাতে কিছুই নেই। সব শেষ হয়ে গেছে।
ব্যবসায়ী জিয়াউল ইসলাম বলেন, আলুর বর্তমান যে বাজার দর এতে চাষি-ব্যবসায়ী উভয়েই লোকসানের মুখে পড়েছি। সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। এ কারণে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করছি।
আরেকে কৃষক আউয়াল হোসেন বলেন, আমরা চাই এখান থেকে সরাসরি বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করা হোক। বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে এই লোকসান থেকে রক্ষা পাবে কৃষক।
পরে পৌনে এক ঘণ্টা পর পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০