রংপুর ব্যুরো:
রড, সিমেন্ট, বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম কমানোর দাবি জানিয়েছেন রংপুর জেলা ঠিকাদার সমিতি। অবকাঠামো উন্নয়নসহ সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে দ্রুত নির্মাণসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার (১৬ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দরে ঠিকাদাররা দরপত্র জমা দিয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ করছেন। কিন্তু হঠাৎ করে রড, সিমেন্ট, বিটুমিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম বেড়েই চলছে। এতে করে আর্থিকভাবে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন ঠিকাদাররা। দাম কমানো না হলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। সহনীয় দাম নির্ধারণে সরকার উদ্যোগ না নিলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখতে বাধ্য হবেন।
সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম দুলাল, সদস্য সচিব রইচ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মনজুর আহমেদ আজাদ, ঠিকাদার লোকমান হোসেন প্রমুখ।
ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে কাজ করছি। কিন্তু যেভাবে নির্মাণ সামগ্রীর দাম বাড়ানো হচ্ছে, তাতে দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে যাবতীয় নির্মাণ সামগ্রীর দাম কমাতে হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০