রংপুর অফিস: দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তবে নির্বাচনের আগে কারও সঙ্গে দলটি জোট করবে কিনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
[caption id="" align="aligncenter" width="1200"] পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারতে নেতাকর্মীরা[/caption]
জি এম কাদের বলেন, ‘আমরা আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। আমরা তিনশ আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছি। তবে কারও সঙ্গে জোট করব কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ছাড়াও এর আগে যতগুলো নির্বাচন হবে সবগুলোতে জাতীয় পার্টি অংশ নেবে। ইভিএম নিয়ে জাতীয় পার্টি বিভিন্ন সময়ে যে শঙ্কা প্রকাশ করেছে তা প্রমাণ করার জন্য এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা যে শঙ্কার কথা বলেছি তা সত্য প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনারের কথায়। আমরা আবারও বলতে চাই ইভিএম দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
[caption id="" align="aligncenter" width="1200"] পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারতে নেতাকর্মীরা[/caption]
বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মলনে যোগ দেবেন জি এম কাদের। দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা জাপা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০