এম এ মোতালিব ভুইয়া :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৃহস্পতিবার(১ মে) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রথমে উপজেলা পরিষদ হল রুমে অতিথিরা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন,শ্রমিক নির্যাতন,শ্রমিকদের কল্যাণে সরকারের করনীয়সহ শ্রমিকদের নানান বিষয়াদি নিয়ে অতিথিরা বক্তব্য প্রদান করেন।
পরে উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া র্যালীটি দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়,দোয়ারাবাজার থানা,উপজেলা ভূমি অফিস ও দোয়ারাবাজার পদক্ষিণ করে পুনরায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে এক সমাবেশে মিলিত হয়।
বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যদের অংশ গ্রহণে র্যালী পরবর্তী সমাবেশে দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সেক্রেটারি মাও সাইফুল ইসলাম ও শহর শাখার সভাপতি জসিম উদদীন’র যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মমতাজুল হাসান আবেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদা,সহ-সভাপতি শাহ আলম,দোয়ারাবাজার উপজেলা উপদেষ্টা ডাঃ হারুন অর রশীদ,অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী,দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাও দেলোয়ার হোসাইন,ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিন প্রমুখ
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন