রংপুর ব্যুরো:
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
বুধবার ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের ফ্লাড বাইপাসের ৬ শ' ১০ মিটারের মধ্যে তিনশ' মিটার এলাকা ভেঙে গেছে।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইচগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
অন্যদিকে, তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার ৫টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশুসহ অসখ্য গাছপালা, ব্যাপক ক্ষতি হয়েছে আবাদি ফসলের।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান (অ.দা.) বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খোঁজ রাখা হচ্ছে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০