ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তিস্তার চরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৬ এপ্রিল ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) রংপুর ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল ইসলাম নামে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম (৫৭) ঘটনাস্থলে এবং গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম টিটুল বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। মঙ্গলবার উভয়ের এই বিরোধ থেকে আবারও সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার বেলা ১টার দিকে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া সংঘর্ষে আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা