স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে শেখ হাসিনার অঙ্গীকার শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার এ প্রতি পাদ্যকে সামনে রেখে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বই উৎসব অনুষ্ঠান করার কথা থাকলেও করোনা মহামারির কথা বিবেচনা করে সরকারি বিধিনিষেধ থাকায় এ বছর শিক্ষার্থী দের হাতে কয়েক ধাপে বই বিতরণ করা হবে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীগনের হাতে পাঠ্য বই তোলে দিতে শনিবার সকালে শহরের বহুমখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়,ইউ আর সি মোস্তফা আহসান হাবিব। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ ছাতক অনলাইন প্রসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন প্রমূখ।ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এ ছাড়া দিন ব্যাপী পুরু উপজেলায় বই বিতরণ অনুষ্ঠান অব্যাহত থাকায় শিক্ষার্থীদের মধ্য উৎফুল্লতা বিরাজ করতে দেখাযায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০