ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

কৃষক বাচ্চা মিয়া হত্যা: ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
নিউজ ভিশন
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের তারাগঞ্জে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাফিজার রহমান ও মন্টু মিয়া। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি চামড়াপাড়া গ্রামে। পরে তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ালকুঠি চামড়াপাড়া গ্রামের কৃষক বাচ্চা মিয়া ওরফে বগার সাথে জমি নিয়ে একই গ্রামের হাফিজার ও মন্টুর বিরোধ চলছিল। গত ২০১৪ সালের ২১ জানুয়ারি আপোষ-মীমাংসার কথা বলে রাতে কৃষক বগাকে তারা ডেকে নিয়ে যায়। এর পর রাতে তিনি আর ফিরে আসেননি। আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াসহ অন্যরা মিলে কৃষক বগাকে পিটিয়ে হত্যার পর বাড়ির রান্নাঘরে ঝুলিয়ে রাখে মরদেহ।

এ ঘটনায় নিহত বগা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসক, তদন্তকারী পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের সাক্ষ্য ও জেরা শেষে আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে মরদেহ গুম করার অপরাধে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী ও আমিনুল ইসলামের অভিযোগ, তারা ন্যায় বিচার পাননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তারা।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

66 Views

আরও পড়ুন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত