মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ আলীর গোপনে ২য় বিয়ে করার অভিযোগ পাওয়া গিয়েছে।
ভুক্তভোগী কোহিনূর বেগম অভিযোগ, তার স্বামীর সংসার করাকালীন সময়ে আলতাফ মেম্বার বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি, হুমকি, ধামকি দিয়ে জোর পূর্বক পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এবং একপর্যায়ে তার স্বামীকে তালাক দিয়ে গত ৪/০১/২০২০ ইং তারিখে উপস্থিত স্বাক্ষীগনের সহিত ১ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করার পর গোপনে রংপুর শহরের একটি ভাড়া বাসায় তাকে রেখে সংসার শুরু করেন।
কিন্তু কোহিনূর তাকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে আলতাফ হোসেন আজকাল করে কালক্ষেপন করেন। পরপর দুবার আলতাফ হোসেন, কোহিনূর বেগমকে জোরপূর্বক গর্ভপাত করাসহ শারীরিক-মানসিকভাবে নির্যাতন করে ভাড়া বাসা থেকে বের করে দেন। দীর্ঘদিন থেকে আলতার হোসেন তার খোঁজ না নেওয়ায় তিনি তার দেনমোহরের টাকা বুঝে চাইলে, আলতাফ মেম্বার বলেন, আমি তোকে চিনি না। আমি কোন বিয়ে করিনি। তুই একটা খারাপ মেয়ে। তোর সঙ্গে আমার কোন বিয়ে হয়নি।
এসব শোনার পর কোহিনূর বেগম ঐ ইউপি সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সালিশ দিলে আলতাব আলী সব অস্বীকার করে।
এ বিষয়ে আলতাফ মেম্বারের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেয়েটি নষ্টা, আমি কোন বিয়ে করিনি। সব ভিত্তিহীন অভিযোগ। কাবিননামা সত্য নয়।
এ বিষয়ে ভুক্তভোগী কোহিনুর বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০