ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

২০২৩ সালের জুনে স্বপ্নের গ্যাস পাবে রংপুরবাসী

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ মার্চ ২০২২, ৯:১১ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

উত্তরে ধানের এলাকায় ভাতের অভাব না থাকলেও আছে ভাড়ি শিল্পের সংকট। কৃষি নির্ভর এই অঞ্চল এগিয়েছে কৃষকের ঝরা ঘামে। আর নানা প্রতিকুলতায় যুদ্ধ করে উদ্যোক্তারা এগিয়ে নিয়েছেন ছোট ও মাঝারী শিল্প দিয়ে। তবে সেই কষ্টের দিন শেষ হতে বসেছে।

এই অঞ্চলের বধুমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওয়াদা রেখেছেন। শিগ্রই পাইপলাইনের মাধ্যমে উত্তরে আসছে প্রাকৃতিক গ্যাস। সরবরাহ শুরু হলে এই অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে-এমন আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্রে জানা গেছে, বগুড়া থেকে পীরগঞ্জ হয়ে রংপুর ও সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে ২০১৮ সালের অক্টোবরের দিকে। এই প্রকল্প ২০২৩ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এক হাজার ৩শ’ ৬৮ কোটি ৫২ লাখ ব্যয় হবে এই প্রকল্পে। জিটিসিএল এখানে ১০ কোটি তিন লাখ টাকা খরচ করবে। বাদবাকি টাকা দেবে সরকার।

পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য ৩শ’৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া হুকুম দখল করা হয়েছে ৫শ’৭৬ দশমিক ৩৭ একর জমি। ৩০ ইঞ্চি ব্যসার্ধে ১শ’ ৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এই গ্যাস সরবরাহে ছয়টি নদী ও দুইটি খাল পাড়ি দিতে হবে। এসব নদী ও খালের দূূরত্ব আড়াই কিলোমিটার।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় চলছে গ্যাস সরবরাহ লাইনের কর্মযজ্ঞ। চলতি সপ্তাহের মঙ্গলবার বিকালে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের কাজ উদ্ধোধন করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হবে। বাসা-বাড়িতে আপাতত গ্যাস সরবরাহ নাও হতে পারে। তবে স্থানীয়দের দাবি, প্রথম থেকেই শিল্প-কারখানার পাশাপাশি বাসা-বাড়িতেও গ্যাস সরবরাহ করা হোক।

এই প্রকল্পের প্রকল্প পরিচালক খন্দকার আরিফুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। আগামী বছরের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশ্বাস দেন, প্রাথমিক অবস্থায় কারা কারা গ্যাস পাবেন এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু হওয়ায় ব্যবসায়ী ও শিল্পপতিরা আনন্দিত। রংপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই অঞ্চলে গ্যাস সরবরাহের। পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলে গ্যাস সরবরাহ হলে নতুন নতুন শিল্প-কারাখানা এবং বিসিক এলাকার শিল্প করখানার পণ্যের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অর্থনীতির চালিকাশক্তিতে নতুন গতি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু জানান, প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দূর হবে দারিদ্রতার বৈষম্য। পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়কের পাশে অনেক দেশি-বিদেশী শিল্পোদ্যোক্তা শিল্প প্লট ক্রয় করে গ্যাসের জন্য অপেক্ষায় আছেন।

অন্যদিকে রংপুর মহাসগর চেম্বারর সভাপতি রেজাউল ইসলাম মিলন জানিয়েছেন, গ্যাস এলেই এই অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে। এছাড়া প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় এক হাজার একর জমির উপর বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও রংপুরের সকল উপজেলার শিল্পকারখানায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে। সেই সাথে পরিবহন পরিবহন খাতেও ঘটবে বিপ্লব। সিএনজি পাম্পে গ্যাস সংযোগ পেলে খরচ কমবে পরিবহনখাতে। বাড়বে শ্রমিকের মজুরী। ব্যবসায় নতুন উদ্যোক্তাও তৈরি হবে।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

129 Views

আরও পড়ুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত