রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুর মেডিক্যালে রোগীদের হয়রানি করে অর্থ আদায়কারী ১০ দালালকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বাংলানিউজকে বলেন, দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি দেখিয়ে টানা হেঁচড়া করার সময় ১০ জন দালালকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, হাসপাতালে রোগী পরিবহনের ট্রলি ব্যবহারের জন্য অবৈধভাবে ফি আদায়, অননুমোদিতভাবে মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রবেশ করা, অবৈধভাবে বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহের নামে নানাভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।
আটক ব্যক্তিরা হলেন- পরশুরাম থানার লাল মিয়ার ছেলে মো. মোরশেদ আলম (২৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রফিজ উদ্দীনের ছেলে মো. মাসুদ শাহ (২৭), মাহিগঞ্জ পাঠানপাড়ার রুহুল আমিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. মাহবুব আলম (৩৪), হাজিরহাটের জগদীশপুর এলাকার মৃত আজিবর রহমানের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২), পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রমেশচন্দ্রের ছেলে উত্তম কুমার (২৩), উত্তরখলেয়া এলাকার মনোরঞ্জনের ছেলে আপন কুমার (২৩), নীলফামারীর জলঢাকা উপজেলার শোলমারী এলাকার মঈনুল হাসানের ছেলে মো. রিফাতুল ইসলাম (২১), গঙ্গাচড়ার বিষ্ণুরায় এলাকার উজ্জ্বল রায় (২৪) ও জলঢাকার চেরেঙ্গা এলাকার দীনেশ রায়ের ছেলে কমল রায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।