ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

রংপুরে ৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিকা

প্রতিবেদক
রংপুর ব্যুরো
২২ জুলাই ২০২২, ৮:২৫ অপরাহ্ণ

Link Copied!

রংপুরে ৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে অনুপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন। দীর্ঘদিন অনুপস্থিত থেকে চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ভেঙে পড়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের খেয়াল-খুশিমতো শিক্ষাপ্রতিষ্ঠানে আসছেন।

এ ঘটনা ঘটেছে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন নাজমা খাতুন। যোগদানের দেড় বছর পর ২০১৬ সালের জুলাই মাসে দুই মাসের ছুটি নিয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে থাকা অবস্থায় তিনি আরও দু’মাসের ছুটি নেন। এরপর তার ছুটি শেষ হলেও তিনি বিদ্যালয়ে আসেননি এবং ছুটিও নেননি। দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তিনি বহাল তবিয়তে চাকরিতে রয়েছেন।

বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবগত করা হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা চাকরির বিধিমালা অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারেক রহমান জানান, নাজমা খাতুন স্যার চিকিৎসার জন্য ৪ মাসের ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছেন। সেখানে তিনি আমেরিকা প্রবাসী স্বামীর সঙ্গে বসবাস করছেন। তখন থেকেই আমি এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কয়েকবার তদন্ত হয়েছে। কিন্তু কি কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা আমি বলতে পারছি না।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

146 Views

আরও পড়ুন

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি শেরগুল আহমেদ, সম্পাদক মাসুম হেলাল

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না,পুলিশের গুলিতে হাত হারানো রানার

সেবা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে মসজিদে ৩০ ফিট কার্পেট উপহার

লোহাগাড়ায় সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির (ভিডিও সহ)

বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক

শেরপুরের পানিহাতায় ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

শান্তিগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত