রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন, বাসের হেলপারসহ ৩ বাসযাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টায় রংপুরের কাউনিয়া বেইলী ব্রীজ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভূঙ্গামারীগামী ফাহমিদা হক পরিবহণ সকাল ৬টার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলী ব্রীজ বাজারে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এর আগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোচালক রফিকুল ইসলামকে (৪৫) ধাক্কা দিয়ে বাজারের তিনটি দোকান ভেঙ্গে ফেলে বাসটি।
গুরতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত অটো চালক উপজেলার খোর্দ্দ ভূতছাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি