ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

মিঠাপুকুরে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, ৮ বছর পর গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ নভেম্বর ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জায়গীর বাতাসনে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে শিশুসহ সাতজনকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফারুখ হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে দীর্ঘ আট বছর আত্মগোপনে ছিলেন জামায়াতে ইসলামীর এই নেতা।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুখ হোসেনকে একই উপজেলার পায়রাবন্দ এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে শিশুসহ সাতজনকে পুড়িয়ে হত্যার ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার দুপুরে আসামি ফারুখ হোসেনকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (মিঠাপুকুর) আমলি আদালতে হাজির করা হয়। পরে বিচারক দেলোয়ার হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তার জন্য কেউ জামিন আবেদনও করেননি।

ওসি আমিরুল ইসলাম জানান, মিঠাপুকুরের বাতাসন এলাকায় ২০১৪ সালে চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে শিশুসহ সাতজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলার অন্যতম প্রধান আসামি জামায়াত নেতা ফারুখ হোসেন। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই সঙ্গে আসামির মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতাসহ ধংসাত্মক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগসহ ৮টি মামলা রয়েছে, জানান ওসি।

রাফিউল ইসলাম রাব্বি / এলআর

আরও পড়ুন

সাগর পথে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা,চার মানবপাচারকারী আটক:উদ্ধার-০৮

গৌরবের ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত