ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

বদরগঞ্জে নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি-হাড়

প্রতিবেদক
নিউজ ভিশন
১২ ডিসেম্বর ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের বদরগঞ্জে নদী পুনঃখননের সময় মাটির ভেতর থেকে মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া গেছে। তবে হাড়গুলো কত দিন আগের তা জানা যায়নি।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা ঘৃনই নদীর নাওগাড়া এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে হাড়গুলো পাঠানো হবে।

এদিকে পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করেছে। এর মধ্যে নাওগাড়া এলাকায় এস্কেভেটর মেশিন দিয়ে খনন কাজ করার সময় মাটির নিচ থেকে মানুষের হাড় বেরিয়ে আসে। খবর পেয়ে উৎসুক লোকজন সেখানে ভিড় করে। তবে হাড়গুলো কত দিন আগের তা কেউ অনুমান করতে পারেননি। বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাড়গুলো উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় কৃষি শ্রমিক বাবলু মিয়া বলেন, খনন কাজ চলা ঘৃনই নদী সংলগ্ন আলু ক্ষেতে নিড়ানি দিতে গিয়ে মানুষের মাথার খুলি, হাড় দেখতে পেলে এলাকাবাসীকে জানান দেন। তবে হাড়গুলো কত দিন আগের তা ধারণা করা যাচ্ছে না।

একই এলাকার আশরাফুল ইসলাম বলেন, নদীর কোলঘেঁষে কখনও কাউকে দাফন করতে দেখেনি। কিভাবে এখানে মানুষের হাড় এল এটাও ভেবে দেখার বিষয়। ওই জায়গাতে তো কবরস্থানও নেই।

উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, এখনই উদ্ধার হওয়া হাড় সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের কেউ কেউ বলছে দুর্বৃত্তরা হয়তো কোনো মানুষকে হত্যার পর নদীর পাড়ে লাশ পুঁতে রেখে যায়। কারণ ওখানে কখনও এলাকার কাউকে কবর দেওয়া হয়নি। আবার কারও ধারণা, এগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা হয়েছিল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গুলো আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। সেখানে ফরেনসিক বিভাগে এসব সংরক্ষিত থাকবে। তবে ভবিষ্যতে কেউ দাবি করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

60 Views

আরও পড়ুন

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন খুনঃ আটক ৪

জামায়াত বৈষম্যমুক্ত ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

“মন করিডোরে আলোর মিছিল ” মানুষের হৃদয়ের কথা বলে – মো. ইলিয়াস