স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম – কক্সবাজার হাইওয়ে রোড অবৈধ চিরাইকৃত কাঠ সহ একটি মিনি ট্রাক গাড়ি জব্দ করেছে চুনতি রেঞ্জ বনবিভাগ।
২ মার্চ সকাল ভোর ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনুর বিপ্লব ও সাতগড় বিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ।
জানা যায়,চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশে
গোপন সংবাদের ভিত্তিতে নির্দেশনায় চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনূর বিপ্লব এবং সাতগড় বিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ এর নেতৃত্বে চুনতি রেঞ্জের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক হইতে চিরাইকৃত কাঠ সহ মিনি ট্রাক জব্দ করা হয়।
অবৈধ চিরাইকৃত কাঠসহ মিনি ট্রাক গাড়ি( ঢাকা মেট্রো – ন ১৭-৮৭৯০)জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত কাঠ ও গাড়ি চুনতি রেঞ্জে রয়েছে।
চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনুর বিপ্লব বলেন অবৈধকাঠ উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। অবৈধ চিরাইকৃত কাঠ নিয়ে একটি মিনি ট্রাক গাড়ি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করা হয়েছে এবং বনমামলা প্রক্রিয়াধীন ।