ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সন্ত্রাসকে চিরতরে ধ্বংস করা হবে- এসপি মইনুল

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ

দেশ থেকে মাদক ও সন্ত্রাসকে চিরতরে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। কারণ এই দু’টির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে সরকার। এখন এই জিহাদে জনগনের অংশগ্রহণ দরকার। সকলের সহযোগীতা পেলে অল্প সময়ের মধ্যেই মাদক এবং সন্ত্রাস দমন করতে সক্ষম হবে পুলিশ। এসব কথা বলেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মইনুল হাসান। সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজারে বিট পুলিশিংয়ের একটি প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবায় আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যে তরুণরা দেশের মূল শক্তি, তারা যদি নষ্ট হয়ে যায় তবে সেটা দেশের জন্য হুমকি হয়ে দাড়াবে। তাই সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আর অন্যদিকে সন্ত্রাস হচ্ছে একটি দেশকে পিছিয়ে দেয়ার মূল কারণ। একটি স্বাধীন দেশে সন্ত্রাসের রাজত্ব চলতে পারেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই স্বাধীনতা সংগ্রাম করেছেন। তার জন্মশতবার্ষিকী উপলেক্ষ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগান নিয়ে দেশ থেকে সন্ত্রাস এবং মাদককে চিরতরে ধ্বংস করা হবে। ইতোমধ্যে সন্ত্রাস দমনে অনেকটা সক্ষম হয়েছে বাংলাদেশ। আপনাদের সহযোগীতা পেলে পুরোপুরি হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। পুলিশ আপনার পাশে আছে সব সময়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোস্তফা কামাল, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের রিপোর্টার জাবির হোসেন প্রমুখ।

69 Views

আরও পড়ুন