ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

লকডাউন নিয়ে কী ভাবছেন ব্যবসায়ীরা??

প্রতিবেদক
নিউজ এডিটর
৪ এপ্রিল ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

এম.আর.বাবু।।

করোনা মহামারী রুখতে হঠাৎ মাত্র একদিন সময় দিয়ে সরকার থেকে ঘোষণা আসে এক সাপ্তাহের লকডাউনের।

ঘোষণা আসার সাথেই সাথেই শহরমুখী মানুষেরা ফিরতে শুরু করে নিজেদের গ্রামের বাড়ীতে। আর স্থানীয় বাজারগুলোতে ভিড় বাড়তে থাকে, বাড়তে থাকে চাপ। হঠাৎ লকডাউন আসায় মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় সব জিনিস ক্রয় করতে দোকানে ভিড় করতে দেখা যায়।

তবে লকডাউন আসায় ব্যবসায়ীদের মনে এ নিয়ে উৎকণ্ঠা আর ভয়ের চাপ ভেসে বেড়াচ্ছ।এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিজনেস ফোরাম এর সদস্য নিউ নূর ব্রাদার্সের এর পরিচালক শাহনুর আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, লকডাউনের সিদ্বান্ত ব্যাবসায়ীদের জন্য আত্মঘাতী। সরকার বিগত লকডাউনে ক্ষতিপূরণ দিলেও সাধারণ ব্যাবসায়ীরা এ ক্ষতিপূরণের ছিটেফোঁটাও পায়নি। গতবছরের ক্ষত এখনো শুকায় নি। এ সিদ্বান্তে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের পাশাপাশি কর্মচারিরাও ক্ষতির সম্মুখীন হবে।
কুলাউড়া এম মটরসের প্রোপ্রাইটর আনোয়ার চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি জানান, ব্যবসায়ীরা লক ডাউন আশা করেনা। বিগত লক ডাউনের ক্ষতি পুষিয়ে উঠতে কিছু সময় কম এক বছর লেগেছে। এখন হঠাৎ লকডাউনে ব্যাবসায়ীরা বিপাকে পড়ে যাবে। তিনি আরো জানান, রমজান মাস ব্যাবসার সময়,ব্যাবসায়ীরা এ মাসে ভালো ব্যবসার আশা করেন। আর হঠাৎ লকডাউনে অর্থ সংকটে ব্যবসায়ীরে ক্ষতিগ্রস্ত হয়ে স্টাফ ছাটাইয়ে বাধ্য হবে। আর এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। লকডাউন না করে ব্যাবসায়ীদের সচেতনতা আর সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার উপর গুরুত্ব দেন।চাঁদনীঘাট ক্যাফে পাপড়িকার মালিক আকাশ রহমান বলেন,লকডাউন হল বিনা মেঘে বজ্রপাতে মতই। ভাগ্য ভালো থাকলে বেঁচে থাকতে হবে,আর খারাপ হলে মারা যেতে হবে। তিনি বলেন,লকডাইন কোন সমাধান নয় বরং এটা ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের জন্য মরণ ফাঁদের ন্যায়। লকডাউন না দিয়ে সচেতনতায় মনযোগী হওয়া উচিত। কুসুমবাগ আল বারাকাহ বস্ত্রালয়ের এন্ড ট্রেইলার্সের স্বত্বাধিকারী মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, লকডাউন হল বিত্তশালীদের জন্য,গরিবের জন্য। লকডাউন দিয়ে করোনা দমিয়ে রাখা যাবেনা বরং অভাব অনটন বৃদ্বি করা যাবে। তিনি আরো বলেন যদি সরকার চায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে তাহলে আমাদের খাদ্য দিয়ে সব বন্ধ রাখতে। সর্বশেষে বলেন, এরপরো আশা রাখেন ভাইরাসের প্রাদুর্ভাব যেন কমে। মৌলভীবাজার অভি মটরস এর মালিক সাইফুল ইসলাম জানান করোনা শুধু ৭ টার পর আসে আর বাকী সময় আসেনা। আর ৭ দিন লকডাউন দিলেই কী করোনা চলে যাবে। এতে ব্যবসায়ীদের মারা যাবার ব্যাবস্থা করা হচ্ছে। তিনি জানান প্রতিষ্ঠানের নামে ব্যংক লোন রয়েছে। ব্যাবসা না করলে ব্যাংক লোন কোথায় থেকে পরিশোধ করবেন। যেখানে বিগত বছরের ক্ষতি এখানে মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে সেখানে এ লকডাউন ব্যাবসায়ীদের জন্য মৃত্যুসংবাদের মতই। তিনি আরো বলেন, ব্যাবসায়ীরা সব সব কিছু হিসেব করেই করেন।সুতরাং লকডাউন না দিয়ে স্বাস্থ্য সচেতন হয়ে বিগত সময়ের মতো ব্যাবসা করার পক্ষে কথা বলেন।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সেখানেও ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যাবসায়ীরা বলছেন ওনারা লক ডাউনের পক্ষে নন, প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে। এতে যত বাঁধা আসুক ওনারা প্রতিবাদ করবেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, ঢাকায় বসে ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে লকডাউনের সিদ্বান্ত সম্পূর্ণ মনগড়া এবং রাজনৈতিক। সভা শেষে জেলা প্রশাসককে প্রতিবাদ জানিয়ে স্বারক লিপি দেওয়ার কথা রয়েছে।

75 Views

আরও পড়ুন

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন

রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা সম্পন্ন।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার ভুইয়া, কোষাধ্যক্ষ আলম মিয়া

টঙ্গী’তে সালাতুল ইসতিস্কা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়

হিটস্ট্রোকে এবার মৃত্যুবরণ করলেন পুলিশ সদস্য

সাংসদ আবদুচ ছালামের সাথে বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের মতবিনিময়

জবি গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গরম নিয়ে চিফ হিট অফিসারের পরামর্শ

জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ