ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

মেলান্দহে চারালকান্দি কমিউনিটি সেন্টারের সিএইচপির অনিয়ম দুর্নীতি

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ ফেব্রুয়ারি ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার
চারালকান্দি কমিউনিটি সেন্টারের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ফরিদুল ইসলামের স্বেচ্ছারিতা, স্থানীয়দের সাথে অসদাচরণ ও অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
হচ্ছে গ্রামীন জনপদের হাজারো মানুষ। জামালপুর সিভিল সার্জন বলছেন, স্থানীয়দের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যাতে জনগণের স্বাস্থ্য সেবার ব্যহত না হয় বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, চারালকান্দি কমিউনিটি সেন্টার স্থাপনের পর থেকে ফরিদুল ইসলাম এই সেন্টারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার
(সিএইচসিপি) কমর্রত রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা এবং প্রভাবশালী হওয়ায় রোগীদের সাথে অসদাচরণ, কমিউনিটি সেন্টার পরিচালনা কমিটির কোন সভা না করে নিজের ইচ্ছামতো একক ভাবে সেন্টার পরিচালনা এবং ওষুধ নিয়ে নানা অনিয়ম করে আসছেন। তিনি
কমিউনিটি সেন্টারে বসে রোগীদের সেবা না করে ফ্ল্যাক্সিলোড ও বিকাশের ব্যবসা করে আসছেন। এসব বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তি ও কমিউিনিটি সেন্টার পরিচালনা কমিটি সভাপতিসহ অন্যান্য সদস্যগন
প্রতিবাদ করলে তাদের সাথে অসদাচরণ করে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ফরিদুল ইসলামের এসব কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাওয়ায়
এলাকাবাসী জামালপুর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি সিভিল সার্জন গৌতম রায় ও প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ ও একজন মেডিক্যাল অফিসার
সরেজমিনে তদন্তে যান। স্থানীয়দের অভিযোগ সিভিল সার্জন তদন্তকালে ফরিদুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে নিজের পক্ষে স্বাক্ষ্য নেয়ার চেষ্টা করেন। এসময় গ্রামবাসীদের চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে সিভিল সার্জন সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগের বিষয়টি স্বীকার করে জামালপুরের সিভিল সার্জন পৌতম রায় এই প্রতিবেদককে বলেন, বিষয়টি তিনি নিজেই তদন্ত করছেন। তিনি আরও বলেন, তদন্তকালে অভিযোগকারীদের লিখিত বক্তব্য নেয়ার পাশাপাশি স্থানীয় লোকজনের বক্তব্য নিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যাতে গ্রামীণ জনপদের মানুষে স্বাস্থ্য সেবার কোন সমস্যা না হয়।
চারালকান্দি কমিউনিটি সেন্টারের বির্তকিত ও স্বেচ্ছার
সিএইচসিপি ফরিদুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে অন্যত্র বদলী না করা হলে যে কোন সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

77 Views

আরও পড়ুন

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আ’ত্ম’হ’ত্যা

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আবারো জান্তা বাহিনীর ১০ সদস্য বাংলাদেশে আশ্রয় !! 

তরুণ কবি তানভীর সিকদারের একান্ত সাক্ষাৎকার