ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. সর্বশেষ

মিঠাপুকুরে নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ আগস্ট ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে দোকানে চুরির অভিযোগে তছলিম উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
নিহত তছলিম উদ্দিন মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে শঠিবাড়ি হাটের গালামাল পট্টিতে নৈশ প্রহরী হিসেবে বাজার দেখাশুনা করতেন।
শনিবার (৮ আগস্ট) ভোররাতে দোকান চুরির অভিযোগে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ওই নৈশ প্রহরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুরি ও গণপিটুনির ঘটনায় মিঠাপুকুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার (৮ আগস্ট) ভোররাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীহাটে সাহেব আলীর দোকান থেকে মালামাল চুরির সময় স্থানীয়রা এক চোরকে আটক করেন। আটক চোর রমজান আলী (১৪) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। তাকে মারধরের এক পর্যায়ে চুরির ঘটনার সঙ্গে নৈশ প্রহরী তসলিম উদ্দিনের জড়িত থাকার কথা জানায় ওই চোর।
বিক্ষুদ্ধ জনতা হাটের দোকানের একটি খুঁটির সাথে নৈশ্য প্রহরী তছলিম ও চোর রমজান আলীর হাত-পা বেঁধে গণপিটুনী দেয়। এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে গণপিটুনির খবর পেয়ে পুলিশ রমজান আলীকে আটক করে এবং গুরুত্বর আহত তসলিমকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল রাতে নৈশ প্রহরী তসলিম উদ্দিনকে দেয়া গণপিটুনির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সাথে আইন হাতে তুলে দিয়ে এভাবে পিটিয়ে হত্যায় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শঠিবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দোকান চুরির ঘটনায় একটি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলার তদন্ত শুরু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

59 Views

আরও পড়ুন

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
সাংবাদিকরাই পারে মানুষের আশার প্রতিফলন করতে- সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম 

“বদর দিবস” এর ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য

মাইশা আক্তার নিশিলার কবিতা “আসক্ত মেঘকণ্যা”

বোয়ালখালীর ৬টি দুস্থ পরিবারে এম এ হাশেম ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

” আনজুমনে নওজোয়ান ” বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শাখার অনুমোদন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আওয়ামীলীগের র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ সাব রেজিষ্টার অফিসের উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাইক্ষ্যংছড়িতে অসহায়দের মাঝে ১১ বিজিবির ইফতার বিতরণ !!

কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ ছফুরা পেলেন নতুন ঘর

রাজশাহী নগরীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।

সড়ক দুর্ঘটনা

দোয়ারাবাজারে ট্রাক চাপায় শিশু নিহত