ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

করোনায় সতর্ক থাকতে সাংবাদিক মোতালিব ভুইয়ার আহবান

প্রতিবেদক
নিউজ এডিটর
৫ এপ্রিল ২০২০, ১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

———————
আমার প্রিয়জনদের উদ্দেশ্যে বলছি, কোথায় আছেন,ঘরে আছেন তো?কেমন আছেন জানতে চাইলাম না,কারণ দেশ আর জাতির এই সংকটাপূর্ণ অবস্থায় ভালো থাকবেন না, জানি ভালো থাকার কথাও নয়।
যারা ঘর থেকে নিয়মিত বের হচ্ছেন-যেমন ডাক্তার, পুলিশ,সাংবাদিক,নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রেতা,তাঁদের উদ্দেশ্যে বলছি,আপনারা বের হোন কারণ আপনাদের অনুপস্থিতিতে দেশ ও জাতি সম্পূর্ণ অচল।আপনারা দেশ ও জাতির জন্য যে আত্মত্যাগের দৃষ্টান্ত তোলে ধরেছেন, তা জাতিও দেশ মনে রাখবে।
আর কিছু সংখ্যক লোক যারা শুধু বন্ধের অপব্যবহার করে বিনোদনের জন্য জায়গায় জায়গায় জটলা করে দেশও জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন,তাঁদেরও বলছি আপনাদেরও দেশ আর জাতি মনে রাখবে,তবে ভালোবেসে নয় অবশ্যই ঘৃণা ভরে।
জাতির উদ্দেশ্যে বলছি, দেশের এই সংকটে আবেগ দিয়ে নয়,বিবেক নির্ভর হয়ে চলুন।মনে রাখবেন- আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে বেঁচে থাকার যুদ্ধে নেমেছি।আমরা যতো বেশী সতর্ক ও বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ করবো ততো শীঘ্রই আমরা জয়ী হয়ে সুস্থ জীবনে ফিরে আসবো, অন্যথায় আমাদের কপালে ভীষণ দুঃখ অপেক্ষা করছে।মনে রাখবেন কোনো যুদ্ধই কারো একার পক্ষে জেতা সম্ভব নয়।সম্মিলিত শক্তিই হলো জেতার উৎস। আরো মনে রাখবেন আমাদের বাঁচতে হবে,আর এই বাঁচার জন্য সর্বমূল্যে প্রস্তুত থাকতে হবে কারণ মরে গিয়ে যুদ্ধ জেতা যায়না।
দেশও জাতির কাছে আজ কাতর নিবেদন করছি, আপনারা প্রস্তুত হন।এ যুদ্ধ শুধু কিছুদিনের জন্য নয়, আমাদের অসাবধানতা বশতঃ এ যুদ্ধ অনেক দীর্ঘায়িত হতে পারে।তাই আমাদের সংযমী হতে হবে।যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যেমন অর্ধাহারে অনাহারে বুক চিতিয়ে লড়ে যায়,তদ্রূপ আমাদের ও প্রস্তুতি নিতে হবে।আমাদের খাদ্য সামগ্রী,নিত্য ব্যবহার্য সামগ্রী প্রয়োজনের চেয়েও কম ব্যয় করে আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখতে হবে।এ যুদ্ধ যতো ব্যাপক হবে ততোই খাদ্য শস্য,চাল ডালের আকাল দেখা দেবে।সরকারের দিকে চেয়ে থাকলে আমাদের অবস্থা আরো করুণ হয়ে পড়বে কারণ ১৭ কোটিরও অধিক জনসংখ্যা থাকা দেশে সরকার কিছু দৈবিক চমৎকার করে ফেলবে এমন আশা করা অন্যায়।তাই সরকার নয় দেশকে বাঁচাবার যুদ্ধে আমরা সর্বপ্রকার ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে নেই।দেশ স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ বীরেরা প্রাণ দিয়েছিলো যাদের নিয়ে আজও আমরা গর্ব করি।আজ আমাদের কাছে অসহায় দেশ প্রাণ ভিক্ষা চাইছে, আসুন আমরাও ইতিহাসে জায়গা করে নেই।আসুন আমরা ও দেশকে বলি, সেই জন্ম নেওয়া অবধি তোমার আলো, বাতাস,অন্ন পানি খেয়েছি, আজ যদি খেতে নাও পাই আমরা যুদ্ধ করবো।আমরা হারবো না।পাকিস্থাবের গুলি খেতে যদি আমাদের ভাইয়েরা ভয় পায়নি তবে আমরা খাবার না পাবার ভয়ে পিছিয়ে যাবোনা।আমরা ঘরে আছি,ঘরে থাকবো।আমরা দেশও জাতির স্বার্থে আমাদের চাহিদাগুলো বিসর্জন করে দেবো।
আমরা দলীয়করণ,আত্বীয়করণ,স্বজনপ্রীতি, জাতি ধর্মের সংঘাত দিয়ে খুন হিংসায় দেশের ইতিহাস কলঙ্কিত করে দিয়েছিলাম,এইবার ভালোবাসা আর সংযম দিয়ে সেই কলঙ্কের দাগ মুছে দেবো।সমস্ত বিশ্ব যেখানে হেরে গেছে সেখানে দাঁড়িয়ে আমরা জয়ী হয়ে বিশ্বকে দেখিয়ে দেবো বাংলাদেশ হারতে জানেনা।বিশ্ব দেখবে আজ আমরা আওয়ামীলীগ,বিএনপি,জাতীয়পাঠি, জামায়াতে ইসলামী,মুসলিম,
হিন্দু, খ্রিস্টান নই আমরা সবাই বাংলাদেশী।
আসুন আমরা দু-বেলা খাই। একবেলার খাবার আমার অনাহারে থাকা প্রতিবেশীকে তোলে দেই।কতো শতবার প্রতিবেশীর প্রাণ কেড়ে নিয়েছি রাজনৈতিক দলের নামে,আজ প্রতিবেশীর মৃত শরীরে প্রাণ সঞ্চার করে দিই দেশের নামে।হ্যাঁ,আমরাই পারি,অসাধ্য সাধন করার ক্ষমতা আমাদের আছে।আজ প্রতিবেশীই আমাকে বাঁচতে সাহায্য করবে।আমার জন্যই সে ঘরে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।মানুষ মানুষেরই জন্য কথাটা আগেও প্রাসঙ্গিক ছিলো কিন্তু আমরা খেয়াল করিনি,এইবার ঘুম ভেঙে জাগার পালা।হ্যাঁ আমরা দেশের এই সংকটে জেগে ওঠেছি।আসুন সবাই মিলে ঘরে থাকি,সবাই মিলে যুদ্ধ করি।আমরাই করবো জয়।

লেখক :সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া

71 Views

আরও পড়ুন

বোয়ালখালীর ৬টি দুস্থ পরিবারে এম এ হাশেম ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

” আনজুমনে নওজোয়ান ” বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শাখার অনুমোদন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আওয়ামীলীগের র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ সাব রেজিষ্টার অফিসের উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাইক্ষ্যংছড়িতে অসহায়দের মাঝে ১১ বিজিবির ইফতার বিতরণ !!

কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ ছফুরা পেলেন নতুন ঘর

রাজশাহী নগরীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।

সড়ক দুর্ঘটনা

দোয়ারাবাজারে ট্রাক চাপায় শিশু নিহত

উদ্বোধন করলেন-সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম
চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার