তিনি তোমাকে অবশ্যই একটি সুযোগ দিবেন,
তোমার বিশালতাকে পদদলিত হতে দেবেন না।
তোমার সেই গাছ যা ছায়া দেয়
তা কেটে ফেলা হবে না।
সেই নদী যা শরীরের রক্তের মতো প্রবাহিত হয়
তার প্রবাহ থেমে* যাবে না।
তোমার ডানা যা উড়তে সাহায্য করে
তা ভেঙ্গে যাবে না।
আল ক্বাদির(আল্লাহ) তোমাকে অনিষ্টকারীদের হাতে ছেড়ে দেবেন না
তোমার ঘোড়া যা তোমাকে উড়িয়ে নিয়ে যায়,
তা অনন্তের পথে ছুটতে থাকবে।
তোমার যে শমসির শত্রুর মাথা দ্বিখণ্ডিত করে,
তা শাণিত থাকবে।
তোমার প্রেয়সী শেষ নিঃশ্বাস পর্যন্ত
তোমাকে ভালোবাসবে।
হে অন্ধকার দূরীভূত কারী,
তুমি একা নও,
হাজারো মানুষের হৃদয়ে তোমার নামে ফুল ফোটে
নিশ্চিন্ত রও।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com