বাপ্পী রাম রাম,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ৪ গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। থানা সূত্র জানায়, বুধবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে তিস্তা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের ইসাহাক আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), মৃত নবাব উদ্দিনের ছেলে আখের আলী (৩৫), কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের নুরুজ্জামাল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৬) ও মৃত হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪২)।
থানার ওসি আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজা ব্যবসায়ীরা যাতায়াতে ওই পথ ব্যবহার করবেন এমন তথ্য ছিলো আমাদের নিকট। পরে রাতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com