পেকুয়া সংবাদ দাতা :
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ২ হাজার ১৫০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেছেন বাড়তি টাকা নেওয়ার ইখতিয়ার নেই তাদের।
পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উলফাত জাহান এ প্রসঙ্গে বলেন, এসএসসি পরীক্ষায় ফরম পূরণে বাড়তি ফি আদায়ে করার কোনো ইখতিয়ার নেই,তবে যদি অন্য স্কুলের নাম দিয়ে পরিক্ষা দিতে হয় কিছু বাড়টি নিতে পারে, এত বেশি টাকা নিতে পারে না।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার সরেজমিনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়,পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয় ৪ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি ভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ১৮৫০ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে,এই শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের এ নির্দেশনা মানছে না।
পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী মানবিক বিভাগের ফরম পূরণের জন্য নির্ধারিত ফ্রী ১৮৫০টাকা। অথচ আমাদের থেকে ফরম পূরণের জন্য চার হাজার টাকা দিতে হয়েছে।এর বাইরে আবার ৪ মাসের বেতন দিতে হচ্ছে,কিন্তু করোনার কারণে এত টাকা দিতে হিমসিম খেতে হচ্ছে আমাদের পরিবার,তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, আমাদের বাড়টি টাকা নেওয়ার কোনো ইখতিয়ার নেই,আমরা পাঠদানের অনুমতি পাই নাই তাই আমাদের পরিক্ষা দিতে হয় অন্য স্কুলের নাম দিয়ে,তারা যে রকম নিচ্ছে আমরা সেই রকম নিতে নিচ্ছি,আপনারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এবং বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না,এগুলো প্রাইভেট স্কুল, টিচারের এক মাসের বেতন কেউ দিতে পারবেন?
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com