ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পঞ্চম ধাপে ভৈরব পৌরসভায় নির্বাচন ভোটগ্রহণ চলছে

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ ফেব্রুয়ারি ২০২১, ৪:১৯ অপরাহ্ণ

Link Copied!

মোঃনাঈম মিয়া,(কিশোরগঞ্জ জেলা )প্রতিনিধি

পঞ্চম ধাপে ইভিএম পদ্ধতিতে উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ চলছে।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভৈরব পৌরসভার ৩৫টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ভিড় দেখা গেছে।
ভোট দেবার জন্য লাইনে দাঁড়িয়ে ভোটাররা বুথ কক্ষে ঢুকে ভোট দিচ্ছেন। এদিকে ভৈরব পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ইফতেখার হোসেন বেনু, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক মেয়র মো. শাহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে
মোবাইল ফোন প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া ১২টি সাধারণ ওয়ার্ডে মোট ৫২ জন কাউন্সিলর ও ৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে এর আগে একক প্রার্থী হওয়ায় ৮ নম্বর ওয়ার্ড থেকে হাবিবুল্লাহ নিয়াজ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পৌরসভাটিতে ভোটার রয়েছেন মোট ৭৯ হাজার ৭ শত ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৪ শত ৬ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৩ শত ৭ জন।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ৮ জন করে পুলিশ ও ৯ জন করে আনসার সদস্যসহ মোট ১৭ জন করে নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী অপরাধের বিচারার্থে নিয়োজিত রয়েছেন পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

52 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আ’ত্ম’হ’ত্যা

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আবারো জান্তা বাহিনীর ১০ সদস্য বাংলাদেশে আশ্রয় !! 

তরুণ কবি তানভীর সিকদারের একান্ত সাক্ষাৎকার

মানবতার ফেরিওয়ালা

রাজশাহীর দুই উপজেলায় আট চেয়ারম্যান প্রার্থী

রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাইয়ের মালামালসহ ০৩ জন গ্রেফতার ।

আনোয়ারায় মৎস্যপল্লীতে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত