আলহাজ্ব বুলবুল চৌধুরী,নওগঁা জেলা প্রতিনিধিঃ
নওগঁার পত্নীতলায় নজিপুর জীবন বীমা কর্পোরেশন লিঃ (৮১২) শাখার আয়োজনে মরনোত্তর চেক প্রদান কর্মসূচী
অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নজিপুর জীবন বীমা কর্পোরেশন লিঃ (৮১২) শাখার বাসস্ট্যান্ড কার্যালয়ে জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখার ব্যবস্থাপক ডি.এম ইব্রাহিম হোসেন মাসুমের সভাপতিত্বে উক্ত মরনোত্তর চেক প্রদান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত থেকে চেক প্রদান করেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী হায়দার আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর পৌরসভার কাউন্সিলর সূর্যকান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখার উন্নয়ন অফিসার সোহানুর রহমান সোহান, আরিফুল হক, নূর জাহান (নূপুর)
প্রমুখ। এসময় প্রধান অতিথি মৃত শক্তিনাথ প্রমানিক এর স্ত্রী নীভুরানী প্রামানিককে প্রিমিয়াম বীমার ৩ লক্ষ ৬৪ হাজার ৪৪০ টাকার চেক প্রদান করেন। উল্লেখ্য মৃত শক্তিনাথ প্রমানিক মৃত্যুর আগে বীমার একটি মাত্র প্রিমিয়াম ২৪ হাজার ৫ শ ৭২
টাকা জমা দিয়ে মৃত্যু বরণ করলে জীবন বীমা কর্পোরেশন লিঃ পক্ষ থেকে তার স্ত্রীকে পুরো প্রিমিয়ামের টাকা প্রদান করা হয়।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com