মো: শহীদুল্লাহ্ সজীব, চট্টগ্রাম:
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি-৪ এর সুনামধন্য ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি’র ২০২১-২০২২ইং সেবাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক মুন্না’র সভাপতিত্বে বোর্ড সভায় ২০২১-২২ইং সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটিতে লায়ন মনজুরুল আলম মনজু প্রেসিডেন্ট, লায়ন এডভোকেট মো: নুরুদ্দিন আরিফ চৌধুরী সেক্রেটারি এবং লায়ন বিপুল কুমার বল’কে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ডিষ্ট্রিক জি.এস.টি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলম চৌধুরী জেলা গভর্ণরের পক্ষ থেকে নতুন সদস্যদের সনদপত্র প্রদান করেন।
লায়ন্স সেবাবর্ষ ২০২১-২২ইং এ কার্যকরী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত সকল সম্মানিত সদস্য বৃন্দদেরকে নিয়ে উক্ত সেবাবর্ষ পরিচালিত হবে। এসময় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ক্লাব উপদেষ্টা ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লায়ন কবিরুল ইসলাম, জোন চেয়ারপারসন লায়ন আব্দুল মান্নান ভূইয়া, ক্লাব সেক্রেটারি লায়ন জাহাংগীর আলম, সিনিয়র মেম্বার লায়ন ইয়াসমিন কবির, লায়ন এম নাজমুল ইসলাম, লায়ন মোহাম্মদ আলমগীর, লায়ন মো.শাখাওয়াত হোসাইন প্রমুখ।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com