সুবর্ণা মোস্তফা , কুবি প্রতিনিধি:
তথ্য ফাঁসের কবলে পরলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এর কর্মরত ও অধ্যয়নরত প্রায় ৭ শত ২০ জন শিক্ষার্থী ও শিক্ষকের ফেসবুক একাউন্ট।
জানা যায়, হ্যাকিং গ্রুপটি সম্প্রতি সারা বিশ্বের ৫৩ কোটি ৩০ লক্ষ ফেসবুক একাউন্টের তথ্য চুরি করেছে। এর মধ্যে ৩৮ লক্ষ ১৬ হাজার ৩৩৯ টি একাউন্ট বাংলাদেশি নাগরিকদের।
ফাঁসকৃত তথ্যগুলোর মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, জীবনী সংক্রান্ত তথ্য। এসব তথ্য সকলের উন্মুক্ত করা দিয়েছে গ্রুপটি।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ বলেন, ‘এই হ্যাকিংয়ের বিষয়টা অবশ্যই আমাদের জন্য বিপদজনক। তারা এর মধ্য দিয়ে আমাদের মোবাইল নাম্বারসহ আরো বেশ কিছু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। এক্ষেত্রে যেকোন সময় আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। ’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার জন্য আমাদের মোবাইল নাম্বারটাও বদলে ফেলতে হতে পারে। কারণ বর্তমানে আমরা মোবাইল নাম্বার দিয়েই নানা জায়গায় রেজিস্ট্রেশন করে থাকি। ’
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট | রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com